গোপালগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেন, গত ১৭ বছর কোন মানুষের ভোটের অধিকার ছিল না, কোন নেতা এমপি প্রার্থী’রা সাধারণ মানুষের কাছে যেত না। মানুষের কোন মূল্যায়ন ছিল না, ভোটারদের কোন মূল্যায়ন ছিল না। নতুন করে আবার বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। মানুষের মূল্যায়ন বেড়েছে আমরা সেই মূল্যায়নটা ধরে রাখতে চাই,রাষ্ট্রের মালিক জনগণ। তাদেরকে সচেতনতার মধ্য দিয়ে নিজেদের ভোটাধিকার ফেরত পেতে ভয়-ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ২৩৭ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে।
এর মধ্যে গোপালগঞ্জ ০৩ আসনে আমাকে দল মনোনয়ন দিয়েছে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার জনগন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
এ সময় তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করছে, আর এই নির্বাচনকে সামনে রেখে অতীতের মত একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এ আগে ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জ সদরের পুলিশ লাইন মোড় এলাকায় পৌছেলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন গোপালগঞ্জ ০২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রাথী ড,কে এম বাবর।
এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আবুল খায়ের, এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বার, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি ইমরুল হাসান, সেস্বাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহামুদুল হাসান, শ্রমিক দলের আব্দুল্লাহ, আহমুদ।
এ দিকে আবার প্রায় ২ শতাধিক মটর সাইকেল নিয়ে নেতাকে বরন করে নেন সাবেক যুবদলের দপ্তর সম্পাদক ও বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক প্রাথী রাজিব বিশ্বাস রাজু।
এ ছাড়াও টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার সকল স্থরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা তাদের নেতাকে বরন করতে পুলিশ লাইন মোড় এলাকায় জড়ো হয়।
Leave a Reply