পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপি থেকে আজহারুল ইসলাম মান্নান মনোনীত হওয়ায় সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল হক মোল্লা, ৩ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ও যুবদল নেতা ওয়াজকুরুনী ভুঁইয়া, এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করেন।
৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ৩ নং ওয়ার্ডে চৌড়াপারা থেকে সেককান্দি ভৌমিকপাড়া হয়ে ম্যান রাস্তায় এসে আনন্দ মিছিল টি শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা , দেলোয়ার মোল্লা,মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, মোঃ আজিজুল হক মোল্লা, মোঃ মোজাম্মেল মোল্লা, মোঃ জহিরল মিয়া, মোঃ দুলাল ভূইয়া, মোঃ জালাল ভূইয়া, মোঃ হযরত আলী মোল্লা, সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আনন্দ মিছিলে অংশগ্রহণকারী বক্তারা বলেন, নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপি থেকে আজহারুল ইসলাম মান্নান কে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই তিনি সোনারগাঁয়ে একজন যোগ্য লোককে বেছে নিয়েছেন। আমরা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ৩ নং ওয়ার্ড থেকে ধানের শীর্ষ মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে আজহারুল ইসলাম মান্নান কে উপহার দেব। আমরা সকলে ঐকবদ্ধ আছি এবং আগামীতে ও থাকব এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তুলতে সব সময় কাজ করে যাব। ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া কামনা করি।
Leave a Reply