কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সংসদীয় আসন ৩ এ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীকে ধানের শীষে মনোনয়ন প্রদান করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি আনন্দ মিছিল উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় উপজেলা বিএনপির সভাপতি এস এস মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফায়েকউজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম সিকদার,উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব আলম খান, সদস্য সচিব মাসুদ তালুকদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply