কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাসুদ।
রবিবার বিকেলে তিনি উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল কলেজ থেকে গণসংযোগ শুরু করে রামশীল, মুশুরিয়া, পীড়ারবাড়ী এলাকার ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে তারেক রহমানের সালাম দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন এবং আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সংসদীয় আসন ৩ এর এমপি প্রার্থী হিসেবে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান ।
এসময় তার সাথে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা উপস্হিত ছিলেন।
আনোয়ার হোসেন মাসুদ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের কৃতি-সন্তান বলে জানাগেছে।
এদিন সকালে তিনি উপজেলার রামশীল ইউনিয়নের, রাজাপুর, খাগবাড়ী, জহরেরকান্দি কাফুলাবাড়ীসহ কয়েকটি গ্রামে গণসংযোগ করেন।
Leave a Reply