কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড নেছারউদ্দিন তালুকদার স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করেন সিতাইকুন্ড যুব সমাজ।
পুর্ব-উত্তর কোটালীপাড়া দারু সুন্নাত ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন খান এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল হামীদ।
বিশেষ বক্তা ছিলেন গোপালগঞ্জ গেটপাড়া পৌর কবরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আল আমীন,বাংলাদেশ জামায়েতে ইসলামি গোপালগঞ্জ জেলা শাখার আমীর ও গোপালগঞ্জের কোটালীপাড়া টুঙ্গিপাড়া সংসদীয় আসন ৩ এর এমপি মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর গাজী ছোলায়মান, নায়েবে আমীর মোঃ সেকেন্দার আলী,পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply