গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
Update Time :
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
৮৪
জন পঠিত
এস এম দুর্জয়, গাজীপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন এবং ধানের শীষের ভোট বৃদ্ধির লক্ষ্যে রাজেন্দ্রপুর আরপি গেইট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।
বুধবার ২৯ অক্টোবর বিকেলে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেইট বাজারে কয়েক শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে দোকানদার, ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ মানুষের মাঝে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন গাজীপুর ৩ আসনের এই জনপ্রিয় নেতা।
এসময় আক্তার মাস্টার বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই আমাদের এই প্রচার ও গণসংযোগ।
লিফলেট বিতরণকালে জনসাধারণের মাঝে বিএনপির এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সালাম জানিয়ে ধানের শীষের ভোট বৃদ্ধিসহ ৩১ দফার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি,মোশাররফ হোসেন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন, বিএনপি নেতা মতিউর রহমান, হারুন অর রশিদ,শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার ও সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।
Leave a Reply