কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মৃত্যুর আগে একবার দেখা করার দাবিতে কুষ্টিয়া কোর্ট ষ্টেশন চত্বরে অবস্থান নিয়েছেন এক বৃদ্ধা নারী।
তিনি জানিয়েছেন, তারেক রহমান তার পছন্দের মানুষ। জীবনের শেষ সময়ে তার প্রিয় নেতার সাথে একবার দেখা করে মৃত্যুবরণ করতে চান তিনি। পরে বিএনপি নেতাদের আশ্বাসে তিনি স্থান ত্যাগ করেন। জানা গেছে,সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধার নাম মোছা সাহারুন খাতুন। তিনি
কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী। সংসার জীবনে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুপুর দুইটার দিকে কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে গিয়ে দেখা যায়,প্লাটফর্ম চত্বরে পাটি পেতে বসে আছেন সাহারুন খাতুন। পেছনে তারেক রহমানের ছবিসহ ব্যানার। সেখানে লেখা আছে “আমার শেষ ইচ্ছে মরার আগে একনজর তারেক জিয়াকে দেখতে চাই,কথা কইতে চাই একটাবার”।
তাকে ঘিরে উৎসুক জনতা ভীড় করেছেন। কথা হলে সাহারুন খাতুন বলেন, আমি একবার লক্ষীপুরে জাকির সাহেবের (জেলা বিএনপির সদস্য সচিব) মিটিংয়ে গেছিলাম। সেই সভায় বহুত লোক হয়াছিল। সেখানে তারেক জিয়ার নাম শুনেছি। তাকে খুব ভালো লাগেছে। তাই মরার আগে একবার তার সাথে দেখা করবো আর দুটো কথা কবো। এছাড়া তার কাছে আমার কিছু চাওয়া নেই। অনেক আশাকরি করে আইছি। জানতে পারিছি কুষ্টিয়ার এই জায়গায় আসলি আমি তারেক জিয়ার দেখা পাবো। ভিডিও কলে কথা বলতে পারবো।
সাহারুন খাতুন বলেন, সকাল ১০টা থেকে ষ্টেশনে বসে আছি। ছেলে-মেয়েদের বলে আইছি আমার শখ তারেক জিয়ার সাথে দেখা করার। যে যায় বলুক আমি দেখা না করে এখান থেকে যাবো না। সাথে ছেলে বৌ আইছিলো। এখন সে যদি চলে যায় আমি একাই থাকবো। এদিকে তারেক জিয়ার প্রতি সাহারুন খাতুনের ভালোবাসা এবং আনুগত্য দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন, আবার উদ্বিগ্নও হয়েছেন। ষ্টেশন প্লাটফর্মে থাকা নাহিদ ইসলাম নামে এক যুবক বলেন,আমি কুষ্টিয়ার বাইরে থেকে ঘুরতে এসেছি। কোর্ট ষ্টেশনে এসে ওই বৃদ্ধাকে বসে থাকতে দেখে কথা বলি। অতি সহজ ভাষা তার। মৃত্যুর আগে তারেক জিয়ার সঙ্গে দেখা করতে চান,কথা বলতে চান। আমি চাই তার চাওয়া পূরণ হোক।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা পার্টি অফিসেই ছিলাম। বিষয়টি জানতে পেরে ষ্টেশনে গিয়ে ওই বৃদ্ধার সাথে কথা বলি। তিনি তার জায়গা থেকে অনড় ছিলেন। পরে তাকে বোঝাতে সক্ষম হয়েছি তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন। একমাস পর তিনি দেশে ফিরবেন।.
তখন ভিডিও কলে কথা বলার একটা ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে সাহারুন খাতুন স্থান ত্যাগ করেন।
জাকির সরকার বলেন, লক্ষীপুরে ওইদিন মহাসমাবেশ ছিল। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে বিস্তর আলোচনা করা হয়। সেখান থেকেই তারেক জিয়ার প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে বলে জানতে পেরেছি।
Leave a Reply