ফারহানা আক্তার, জয়পুরহাট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা যুবদলের উদ্যোগে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি র্যালি বের করে নানা শ্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আব্দুল ওহাব, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মুক্তাদুল হক আদনান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রণী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি জাতীয় স্বার্থে ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে।
Leave a Reply