1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় চুরি আতঙ্কে কয়েকটি গ্রামের মানুষ - Bangladesh Khabor
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের পুলিশে বদলি-পদোন্নতির তদবির নিয়ে কড়া বার্তা উপদেষ্টার জয়পুরহাটে চাতালের হাউজে পড়ে শিশুর মৃ/ত্যু  বেগম খালেদা জিয়া নারী অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে ছিলেন পথিকৃৎ: অধ্যাপক শহীদুল ইসলাম  আক্কেলপুর রেলস্টেশন মাষ্টারের অনিয়ম ও দূর্নীতির  বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত  কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সেই নিয়োগ সাময়িক স্থগিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে উঠান বৈঠক করেন এমপি প্রার্থী মুজাহিদ মল্লিক কোটালীপাড়ায় চুরি আতঙ্কে কয়েকটি গ্রামের মানুষ বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিহীনদের বিক্ষোভ ও মানববন্ধন যীশুর নামে দুই দিনব্যাপী প্রার্থনা

কোটালীপাড়ায় চুরি আতঙ্কে কয়েকটি গ্রামের মানুষ

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৬ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি গ্রামের মানুষের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে নির্ঘুন রাত কাটাচ্ছেন, পুর্বপাড়া, গচাপাড়া, ভুয়ারপাড়, নাগড়া, নোয়াধা হরিনাহাটি সহ কয়েকটি গ্রামের

হাজার হাজার মানুষ।স্হানীয়রা জানিয়েছেন কয়েকবছর ধরে প্রায় প্রতি রাতেই চুরির ঘটনা ঘটছে তবে ইদানিং উপজেলার আমতলী ও বান্ধাবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামে একবছর ধরে চোরের উৎপাত বৃদ্ধি পেয়েছে ব্যপক হারে বর্তমানে ঘরে বাহিরে রাখা কোন জিনিসপত্র নিরাপদ নেই।

কারণ কিছুদিন পর পর গোয়ালঘর থেকে লক্ষ লক্ষ টাকা মুল্যের গরু আবার বসত ঘরের সিদ কেটে স্বর্নঅলংকার, মোবাইল, টাকাসহ ব্যবহারিক জিনিসপত্র অথবা উঠান থেকে ব্যাটারি চালিত ইজিবাইক,জমি পুকুর থেকে সেচ পাম্প মটর আবার কোন কোন বাড়ী ঘর থেকে অটোরিকশাসহ মুল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে।যার ফলে সন্ধ্যা নেমে আসার পর থেকেই চুরি আতঙ্ক বিরাজ করছে হাজারও পরিবারের মাঝে।

এভাবে প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।এদিকে নাগড়া গ্রামে একটি চুরি মামলায় ওই এলাকার চোর-চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।এঘটনায় মামলার বাদীকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী কালাম শেখ।

রবিবার চুরির খবর সংগ্রহে সরেজমিনে গেলে ভুয়ারপাড় গ্রামের সাকিব মোল্লা বলেন ২১ জুলাই রাতে আমাদের গোয়ালঘর থেকে সাড়ে ৩ লক্ষ টাকা মুল্যের ২ টা গরু চুরি হয়েছে এঘটনায় আমার মা সাবানা বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে কিন্তু কোন প্রতিকার পাইনি।আমাদের ধারণা যারা ইতিমধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন তারাই এলাকার সমস্ত চুরি করে।

নাগড়া গ্রামের সাবেক সেনা কর্মকর্তা, আব্দুর রহিম শেখ বলেন কিছুদিন আগে আমার দোকানঘর থেকে ১ টা মটর চুরি হয়েছে।ধারণা করা হচ্ছে শিমুল,রেয়াজুল,হাচিব এরাই চুরি করেছে।

নাগড়া গ্রামের রাজিব শেখ বলেন, শিমুল শেখ, রেয়াজুল দাই, হাচিব হাওলাদার রাতের বেলায় এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করে মাদক ক্রয় বিক্রয় ও সেবন করে থাকেন এরাই পস্চিম হরিনাহাটি গ্রামের তুহিন খান কালুর ১ টি সেচ মেশিন ১ টা মটর চুরি হয়েছে।একই গ্রামের জোনাব শেখ বলেন কয়েকমাস আগে আমার ভ্যানগাড়ীর থেকে ৪ টি ব্যাটারী চুরি হয়েছে।

বান্ধাবাড়ী গ্রামের রশিদ হাওলাদার বলেন, আমার গোয়ালঘর থেকে ৪ টি গরু চুরি হয়েছে।নাগড়া গ্রামের আলী হোসেন শেখ সবুজ বলেন আমার একটা অটোভ্যানগাড়ী চুরি হয়েছে।একই গ্রামের আজগর শেখ বলেন আমার বাড়ি থেকে ভ্যানগাড়ীর ৪ টা ব্যাটারী খুলে নিয়ে গেছে।একই গ্রামের ঠান্ডা শেখ বলেন আমার বাড়ির সামনে থেকে চলন্ত অবস্হায় ১ টি সেচ পাম্প ও বাড়ি থেকে ১টি মটর চুরি করে নিয়ে গেছে।ওই গ্রামের কালাম শেখ অভিযোগ করে সাংবাদিকদের কাছে বলেন চলতি মাসের ১৫ তারিখ রাতে আমার বাড়ি থেকে ৩ টা ইজিবাইকের ২ লক্ষ ৯৬ হাজার টাকা মুল্যের ১২ টি ব্যটারী চুরি করে এলাকার চিহ্নিত চোর শিমুল শেখ,রেয়াজুল দাই,হাচিব হাওলাদার,রাজিব জিরুল্লা,আহাদ ফকির,নামের আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা।এসময় আমি বাহিরে শব্দ শুনে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে জানালার ফাঁক দিয়ে দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে পাশের বাড়ির লোকজন ছুটে এসে আমার ঘরের দরজা খুলে দেয়।এরপর ঘর থেকে বের হয়ে দেখি যে আমার তিনটি গাড়ির ১২ টি ব্যাটারী চুরি করে নিয়ে গেছে উল্লেখিত চোরেরা।এঘটনায় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।এতে চোরেরা ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।আটককৃত চোরেরা বিভিন্ন জায়গায় চুরি করে ধরা পরে মালামাল ফেরত এবং জরিমানা দিয়াছেন এমন অনেক প্রমান রয়েছে।এছাড়াও তাদের বিরুদ্ধে আরো অনেক চুরির অভিযোগ রয়েছে।আমি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করবো।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন গ্রেফতারকৃতরা এলাকার পেশাদার চিহ্নিত চোর বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION