বিশেষ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়ার বাসিন্দা গোলজার হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ কামরুল ইসলাম কামু, সোহেল ও ইকবাল, মিন্টু সহ তাদের সন্ত্রাসী বাহিনীকে দ্রুত গ্রেফতারের দাবীতে উপজেলার নয়াপুর টু বস্তল সড়কের মিরেরটেক স্ট্যান্ডে (২৫ অক্টোবর) শনিবার বিকেলে মানববন্ধন ওচ বিক্ষোভ মিছিল করেছেন কলতাপাড়ার সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য, এ ঘটনায় গোলজার বাদী হয়ে উপরোক্ত সন্ত্রাসীদেরকে বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধনে উপস্থিতরা তাদের বক্তব্যে বলেন, ‘বিবাদীরা জোরপূর্বক জায়গা দখল করার পায়তারা চালাচ্ছে। গত বৃহস্পতিবার সকালে গোলজারের চাচা হানিফার পৈত্রিক সম্পত্তি সন্ত্রাসীরা দখল করতে গেলে হানিফা বাধা দিলে তাকে মারধর করে সন্ত্রাসীরা। গোলজার তার চাচার পক্ষ হয়ে প্রতিবাদ করলে সন্ত্রাসী কামরুল ইসলাম কামু, মিন্টু, সোহেল ও ইকবাল সহ তাদের সন্ত্রাসী বাহিনীর লোকজন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গোলজারকে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠিন শাস্তি দেয়া হউক।
এসময় স্থানীয় এলাকার ইদ্রিছ আলী, আনসার মিয়া, ইব্রাহিম, আঃ সাত্তার, হাশেম, হালিম, আওলাদ, সোহাগ, রুবেল, মোহসিন সহ শত শত নারী পুরুষরা উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন।
Leave a Reply