কামরুল হাসান, কোটালীপাড়া : বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সংসদীয় আসন ৩ এর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক রেজাউল করিম সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সকল বিষয়গুলো তুলে ধরতে পারেন এবং নির্বিগ্নে তুলে ধরবেন হতে পারে অনেক সময় হক কথা বলতে গেলে সাংবাদিকদের উপরে হুমকি আসে,মনে রাখবেন এই পেশাটা হচ্ছে একজন সৈনিকের পেশার মত,আপনারা আপনাদের কথা নির্বিগ্নে তুলে ধরবেন আপনাদের উপর যদি কোন নির্যাতন নেমে আসে আমরা আপনাদের পাশে থাকবো।আপনারা হক কথা বলতে পিছপা হবেন না।তবে এমন কোন লেখা লেখবেন না যে লেখায় কোটালীপাড়া টুঙ্গিপাড়া এলাকার উন্নয়নের বাঁধা হয়,উন্নয়নের জন্য যা প্রয়োজন সেই লেখা লেখবেন।
শুক্রবার সকালে ঘাঘর বাজার কাঠপট্টি উপজেলা জামায়েত ইসলামীর কার্যালয় কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলাম আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক রেজাউল করিম আরো বলেন, মানবিক দিকে বাংলাদেশ জামায়েত ইসলাম এদেশে সরকার গঠন করলে কোটালীপাড়া টুঙ্গিপাড়ায় জামায়াত বিজয় লাভ করলে আমি দৃঢ় ধৃতার সাথে বলছি এখানে সাম্প্রদায়িক ক্ষমতা বিরাজ করবেনা এখানে কোন চাঁদাবাজির স্হান হবেনা এখানে কোন দখলবাজদের স্হান হবেনা এখানে সাধারণ মানুষকে নির্যাতন করার সাহস কেউ দেখাবেনা।আপনারা সাংবাদিক জাতির বিবেক ৫৩ বছর বিভিন্ন সরকার এসেছে আপনাদের সাথে আমাদের যোগাযোগ হয়নি আপনারা আপনাদের সম্পর্কে জানুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা কাউকে মামলা দিয়ে হয়রানি করে না।
উপজেলা জামায়াতের আমির ছোলায়মান গাজীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়েতের সেক্রেটারী আল মাসুদ খান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, নায়েবে আমীর সেকেন্দার আলী, পৌর জামায়েতের সভাপতি আক্তার দাড়িয়া ও উপজেলা জামায়েতের কোষাধ্যক্ষ মাওলানা মহিবুল্লাহ।
এসময় কোটালীপাড়ায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply