কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন সংলগ্ন মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্বঅধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় গেলে ৩১দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।
সুষ্ঠু নির্বাচন এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। বিএনপি এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, গত ১৬ বছরে মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট করে ফ্যাসিষ্ট হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশটাকে নতুন করে গড়ে তোলা হবে। প্রতিবেশী দেশের সকল চক্রান্ত রুখে দিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান প্রমুখ।
Leave a Reply