কামরুল হাসান, কোটালীপাড়া : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই এই এলাকার উন্নয়ন করতে চাই। আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে এই অঞ্চলের সামাজিক ও উন্নয়নের জন্য কাজ করতে চাই
তিনি বলেন, সেবার ব্রত নিয়েই রাজনীতি করি আমাকে একটু জায়গা করে দিবেন,অনেকবার অনেক দলকে আপনারা সহযোগিতা করেছেন আমাদের একবার পরিক্ষা করে দেখেন পাশে থাকি কি না যদি না থাকি আবার আপনাদের কাছে ক্ষমতা আসবে আপনারা আপনাদের মালিকানা ফিরে পাবেন কারণ ক্ষমতার মালিক তো আপনারা সংবিধান ক্ষমতা দিয়াছে রাষ্ট্রের মালিক জনগন।
তিনি আরও বলেন, আমরা যারা এই ভুখন্ডে বসবাস করি কে হিন্দু কে বৈদ্য কে খৃষ্টান এটা বর কথা না আমাদের সবার পরিচয় আমরা হচ্ছি বাংলাদেশি।
মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের মধ্য পুর্বপাড়া সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির সেবাশ্রমের বাৎসরিক মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্হিত হয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌছে দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন আপনারা জানেন বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আমরা এর মধ্যে দিয়ে আছি,আমরা হিন্দু মুসলিম বৈদ্য খৃষ্টান সবাই একসাথে এই স্বাধীন বাংলাদেশে বাস করি এবং আমাদের সবার একটাই পরিচয় আমরা হচ্ছি বাংলাদেশি।আপনারা আপনাদের ধর্ম স্বাধীন ভাবে পালন করবেন আমরা আপনাদের পাশে থাকবো কিছুদিন আগে আপনাদের সবচেয়ে বর ধর্মীয় উৎসব দুর্গা পুজা উদযাপন হয়েছে সেখানে আমি সব মন্দিরে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারি নাই তবে যে সব মন্দিরে আমি যেতে পারি নাই সেসব মন্দিরে আমার দলের নেতাকর্মীরা শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।
এসময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন,আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন আহমেদ খান,সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার,আমতলী ইউনিয়ন যুবদলের সভাপতি খোকন হাওলাদার,সাধারণ সম্পাদক সবুজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply