কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভুমি সংক্রান্ত পরামর্শ ও সেবা প্রদানে অধিকতর স্বচ্ছতা জবাবদিহিতা ও গতিশীলতা আনায়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে অফিস চলাকালীন পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে গণশুনানি করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ।
এদিকে গণশুনানির সতর্কবার্তায় লেখা রয়েছে অনুগ্রহপুর্বক কোন দালাল ধরে প্রতারিত হবেন না সরকার নির্ধারিত ফির অতিরিক্ত দিবেন না,আপনার অভিযোগ ও আপত্তি জানাতে সরাসরি কথা বলুন লিখিত অভিযোগ দিন বা কল করার জন্য বলা হয়েছে।বিভিন্ন অঞ্চল থেকে আসা ভুমি সেবা গ্রহিতারা গণশুনাতিতে অংশ গ্রহন করে সন্তোষ প্রকাশ করে সরকারের এমন উদ্যোগকে ধন্যবাদ জানান।
এছাড়াও উপজেলা সহাকারী কমিশনার ভুমি অফিসে প্রতি সপ্তাহের বুধবার গণশুনানি অনুষ্ঠিত হয়ে আসছে।
গচাপাড়া গ্রাম থেকে আসা জাহাঙ্গীর হোসেন তালুকদার বলেন আমি একটি নাম জারিতে সরাসরি কথা বলে আপত্তি দিতে পেরেছি,এমন উদ্যোগ গ্রহন করা ভালো হয়েছে।
মাদারীপুর জেলার ডাসার উপজেলার দর্শনা গ্রামের খোকন সিং বলেন, আমি একটি মিস কেসের জন্য আসছি উন্মুক্ত ভাবে কথা বলতে পেরে ভালো লেগেছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে নামজারি প্রদানসহ দ্রুততম সময়ের মধ্যে মিসকেসসমুহ নিষ্পত্তি করার লক্ষে উপজেলা ভূমি অফিস কর্তৃক উন্মুক্ত স্থানে সকলের উপস্থিতিতে নিয়মিত শুনানি ও গন শুনানির আয়োজন করা হচ্ছে।আশা করি এ কার্যক্রম থেকে সেবা গ্রহীতারা উপকৃত হবেন।
Leave a Reply