1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফল ঐতিহ্যবাহী পাবলিক মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই : এস এম জিলানী কোটালীপাড়ায় ভুমি অফিসের গণশুনানি কোটালীপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন উপলক্ষে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত বাউফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা নিয়ে সভা বাউফল ঐতিহ্যবাহী পাবলিক মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা কুষ্টিয়ায় ২ মুক্তিযুদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পুনরায় গাইবান্ধা পৌর বিএনপির কাউন্সিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটালীপাড়ার কালের কন্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলু গ্রেপ্তার কোটালীপাড়ায় ব্যবসায়ীকে মারপিট করে মোবাইল টাকা ছিনতাই সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাউফল ঐতিহ্যবাহী পাবলিক মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ঐতিহ্যবাহী  পাবলিক মাঠে প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে শিল্প ও সাংস্কৃতিকে রক্ষায় এই প্রথম শুরু হতে যাচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।

মেলায় শিশুদের বিনোদনের জন্য ভ‚তের বাড়ি, নাগরদোলা, বেবি ট্রেন, ওয়াটার বোট থাকবে । এছাড়া মেলায় পাওয়া যাবে স্বল্পমূল্যে ব্লেজার, থ্রি পিচ, শো-পিচ, জুয়েলারি পণ্য, মুখরোচক খাবার ইত্যাদি। শিল্প ও বাণিজ্য মেলায় এবারে সবচেয়ে বেশি আর্কষণ থাকবে ইমিটেশনের গয়না, কসমেটিকস, শাড়ি, থ্রি-পিস ও জুতার স্টলগুলো। আশা করা যায় এই স্টলগুলোতে নারী ক্রেতাদের সংখ্যা বেশি।

মেলায় শতাধিক স্টলে বাহারি সব রং বে রংঙের পণ্য সামগ্রী কিনতে পাশ্ববর্তি দুমকী,গলাচিপা ও দশমিনা উপজেলা থেকে আগত দর্শানার্থীরা ছুঁটে আসার সম্ভবনা রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে মেলা চত্ত¡র।এছাড়া শিশুদের জন্য আরো রয়েছে নাগরদোলা, মটর সাইকেল ও কার খেলা। পরিবারের সদস্যদের সাথে নিয়ে আসতে পাবেন অভিভাবকরা।বাণিজ্য মেলাকে ঘিরে একটি পক্ষ বানচালের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বানিজ্য মেলাটি ২৬ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে শেষ হবে। বাউফল প্রেসক্লাবের সভাপতি’র স্বাক্ষরিত আবেদনে জেলা প্রশাসক ও  সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের একাউন্ডে ভ্যাট,ট্যাস্কসহ সকল নিয়ম মেনে এ আবেদন করা হয়। কিন্তু একটি মহল নানাভাবে প্রভাবিত করে মিথ্য ও গুজবের আশ্রয় নেন। যা জনস্বার্থ পরিপন্থি। মেলা আয়োজকরা প্যান্ডেলসহ গ্রামীণ ঐতিহ্যের বাহারে সহাশ্রাদ্ধিক দোকানি মাঠে দোকান রেখেছেন যা গ্রামীণ ঐতিহ্যের বিকাশ। এ বিষয়ে বিএনপির আহবায়ক,আব্দুল জব্বার মৃধা,পৌর বিনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার,বলেন,সমাজের নৈতিক দায়িত্ব এসব সাংস্কৃতিকে ধরে রাখা তা না হলে বিলুপ্ত হবে এসব শিল্প। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইছাহাক বলেন,প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সকলে অবহিত করেছন,তার ভাষ্য সমাজ ও শিক্ষার্থীদের কোন স্বার্থ অরক্ষিত কোন কর্ম করা যাবেনা। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে বাণিজ্য মেলা যেন হয়। একই ভাষ্য ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের।

এ বিষয়ে বরিশাল রেডিও  শিল্পী অমল বনিক বলেন,সাংস্কৃতি ও কুটির শিল্পদের এখন দুর্দিন,তাদের বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন মেলা।যা সমাজকে অপরাধ থেকে মুক্ত রাখে। কুমার,ও মৃৎশিল্পী বরুন পাল বলেন,তামা কাঁসা,পিতল শেষ করেছে স্টিল।  আর এখন মাটির পণ্যের চলন না থাকায় আমরা সমাজ থেকে হারিয়ে যেতে বসেছি । নানা কারণে এখন গ্রামীণ মেলা নেই। আমাদের পৃষ্ঠপোসকতা করবে সরকার।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক জসিম উদ্দিন খান বলেন,আমরা সকল রাজনৈতিক,  সামাজিক ও সহকর্মীদের সাথে বৈঠক করি। তাদের সন্মতিতে আয়োজন হলেও একটি মহল গুটিকয়েকজনকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সরকারের নিয়ম মেনেই আয়োজন করছি। এতে শিক্ষার কোন ক্ষতি হবেনা।

বাউফল প্রেসক্লাবের সভাপতি  মো. জলিলুর রহমান বলেন, সরকারি নিয়ম রক্ষা করে বাউফল পাবলিক মাঠে শিশুদের বিনোদনরে জন্য খোলামেলা স্থানে এই মেলাটি আয়োজন করেছি। যাতে করে স্কুল কলেজ শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বিনোদন পেতে পারে। আশা করছি মনোরম এবং সুশৃঙখল পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION