তুলার দোকানে থেকে আমি তিনবছর পর্যন্ত
কাপড় তুলা নিয়ে হকারের কাজ করি এসময় সে কাপড় তুলায় অতিরিক্ত দাম ধরে এরপর আমি তার দোকান থেকে চলে এসে পাশের রকিবুলের দোকানে থেকে কাজ করতে থাকি এতে দোকান মালিক ফরহাদ ফকির ক্ষিপ্ত হয়ে আমাকে মেরে ফেলার প্লান করে।এবং গতকাল তার দোকানের হকার আরিফ আমাকে বাড়ি আসার জন্য বাসের টিকেট কেটে দেয়।ধারণা করা হচ্ছে যে আমি বাড়ি আসার খবর পেয়ে ফরহাদ ফকির আমার আগের গাড়িতে এসে কোটালীপাড়া উপজেলার পস্চিমপাড়ের কোন এক অজ্ঞাত স্হানে অবস্থান করেছিল এরপর আমি যখন ঢাকার থেকে পস্চিমপাড় এসে বাস থেকে নেমে দুপুরের সময় বাড়িতে যাওয়ার জন্য ভ্যানযোগে রওয়ানা হই তখন ফরহাদ ফকির একটি মোটরসাইকেলে করে দুইজন লোক নিয়ে আমার ভ্যনের পিছনে পিছনে এসে আমতলী গ্রামের কালা মিয়ার বাড়ির উত্তর পাশের সড়কের উপর আমাদের ভ্যনগাড়ির গতিরোধ করে এস এস পাইপ দিয়ে তারা তিনজনে মিলে আমাকে মারপিট করে আমার দুই-পা ভেঙ্গে ফেলে আমাকে মেরে ফেলার উদ্যেশ্যে আমার মাথার উপর আঘাত করে ব্যগে থাকা আমার উপার্জিত নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও একটা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এসময় আমার ডাকচিৎকারে পাশের বাড়ির দুইজন লোক দৌড়ে এসে আমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভ্যনচালকের সহযোগিতায় কোটালীপাড়া হাসপাতালে এনে ভর্তি করে।এঘটনায় আমি বাদী হয়ে ফরহাদ ফকির কে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।পুলিশ আমাকে দেখতে হাসপাতালে এসেছিল।আহত রিপন শেখ উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের দিদার শেখের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান বলেন দোকানে কাজ না করার কারণে রিপন শেখ নামে একজনকে মারপিট করা হয়েছে।এঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে পুলিশ তদন্ত করছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply