এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
রবিবার বিকেলে শ্রীপুর উপজেলার গোসিংগা বাজারে দোকানদার,ব্যবসায়ী,পথচারী ওনানা শ্রেণি-পেশার লোকজনের কাছে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব তুলে ধরা হয়।
গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়েছে।লিফলেট বিতরণে অংশ গ্রহণ করেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ওলামা দলের সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমীন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা:শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলির সদস্য প্রভাষক জহিরুল ইসলাম কাজল,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, বিএনপি নেতা রফিকুল ইসলাম আকন্দ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মদিন ফকির, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য এস এম সুজন, বিএনপি নেতা আশরাফুল ইসলাম জর্জ, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার ও সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণে অংশ নেন।
Leave a Reply