কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাকের পার্টির উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি বাদশা দাড়িয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে জাকের পার্টির নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়া, শাহাদাৎ হোসেন, মাহাবুব রহমান শাহিন ও মোল্লা সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, “স্বাধীনতার পর যারা দেশে সরকার গঠন করেছে, তারা কেউ সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেনি। সততা ও স্বচ্ছতার সঙ্গে দেশের উন্নয়ন একমাত্র জাকের পার্টিই করতে পারে। তাই আগামী নির্বাচনে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে আমাদের দেশ ও মানুষের সেবা করার সুযোগ দিন।”তিনি আরও বলেন, “ক্ষমতার মালিক আল্লাহ, আর ভোটের মালিক জনগণ।
জাকের পার্টির চেয়ারম্যান বলেছেন— আমরা ক্ষমতায় এসে জনগণের জন্য কাজ না করতে পারলে তিন মাসের মধ্যেই পদত্যাগ করব। এমন অঙ্গীকার অন্য কোনো দল দেয়নি।” সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ডগলাস বাজার এলাকা প্রদক্ষিণ করে।
Leave a Reply