মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বিরামপুর উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় আয়ড়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবির বাদশা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোকবুল হোসেন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ লিটন, উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল প্রমূখ।
এছাড়াও কর্মী সভায় বিনাইল ইউনিয়ন যুবদলের সভাপতি পদে ৫ জন , সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন মোট ১০ জন পদ প্রত্যাশী বক্তব্য রাখেন। পদ প্রত্যাশীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত যাচাইবাছাই করে পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী ঘোষণা করা হবে বলে কর্মী সভায় জানানো হয়।
কর্মী সভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে বিএনপির শক্তিশালী হাতিয়ার। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদলই অগ্রভাগে লড়াই করছে। তৃণমূলের কর্মীরাই দলের প্রাণ। তাই প্রতিটি ইউনিয়নে যুবদলকে সুসংগঠিত করে মাঠে নামতে হবে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়াতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে নির্বাচিত করার লক্ষ্যে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে।
Leave a Reply