এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ।
সাধুসঙ্গে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাউল, সাধু ও ভক্তরা অংশ নেন। অনুষ্ঠানে লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবধর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা হয়।
পরে বাউল শিল্পীদের পরিবেশনায় লালন গীতি ও আধ্যাত্মিক গান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
বক্তারা বলেন, লালন সাঁই ছিলেন জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার কবি। তাঁর ভাবধারা আজও সমাজে অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে রাখছে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, বাউল ও সাধারণ দর্শকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply