নিজস্ব প্রতিনিধি: এনটিভির স্টাফ রিপোর্টার,আমাদেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার প্রেসক্লাবের আয়োজনে তাদের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও গোপালগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।
প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানাতের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত স্মরণসভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল বশার হাওলাদার,সাংবাদিক রতন সেন কংকন,গৌরাঙ্গ লাল দাস,কাজী পলাশ,সুধান্য ঘরামী,মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত একজন নিরহংকার,সদালাপী,সদা হাস্যজ্জল মানুষ ছিলেন।তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন গুনি মানুষকে হারিয়েছি।আমি তাঁর রুহের মাগফিরত কামনা করছি।
সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, প্রায় তিন দশকের অধিক সময় ধরে আমরা এক সঙ্গে সাংবাদিকতা করেছি। তথ্য সংগ্রহে সারমাত ছিলেন সিদ্ধ হস্ত।সংবাদ সংগ্রহে তাঁর কোন অলসতা ছিল না।সব সময় সংবাদের পিছনে ছুটেছে। জেলা সদরে বসবাস করার কারনে কোন মানুষ কখনো কোন প্রয়োজনে তার কাছে এলে কখনোই সারমাত তাদের ফিরাতেন না।এই ভাবে অকালে সারমাতের চলে যাওয়া আমরা কোন ভাবেই মেনে নিতে পারছি না।তার পরেও আমাদের মেনে নিতে হবে।
তিনি আরো বলেন, মাহবুব হোসেন সারমাতের তিনটি কন্যা সন্তান রয়েছে আমাদের সকলের তাদের পাশে দাড়ানো উচিৎ।
Leave a Reply