কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি রেলি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এসে হাতধোয়া প্রদর্শনী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ জসীমউদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ আকির খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply