কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক মো: মাসুদ আল মামুন, সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: বিল্লাল হোসেন, গোপালগঞ্জের গাজী বেকারীর মালিক হিজবুল গাজী, শরীয়তপুর বেকারী মালিক সমিতির সাধারন সম্পাদক আলী আশরাফ প্রমুখ।
জেলা প্রশাসন ও গোপালগঞ্জ বিএসটিআইয়ের আয়োজনে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ বিএসটিআই-এর পরিদর্শক (মেট্রোলজি) খাজা শাহ জালাল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, মান দিবসে শেয়ার্ড ভিশনের কথা বলা হচ্ছে। আপনারা পণ্যের গুনগত মান এবং ওজন সঠিক রাখুন।
Leave a Reply