ডেস্ক রিপোর্ট : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক দুই দিনের সফরে ভোলায় এসে কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় তিনি বলেছেন, এখন সব প্রকল্প যাচাই করে অনুমোদন দেওয়া হয়। আগের মতো কেউ যাতে দুর্নীতি না করতে পারে, সেদিকে নজর রাখা হচ্ছে। মানুষ থাকে না এমন জায়গায় কোনো আশ্রয়ণ কেন্দ্র তৈরি হবে না। মানুষবিহীন বিচ্ছিন্ন দ্বীপেও আর কোনো আশ্রয়ণ কেন্দ্রের জন্য বরাদ্দ দেওয়া হবে না।
সোমবার বিকালে ভোলা জেলার ত্রাণ মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, গেল সরকারের আমলে বিচ্ছিন্ন চরাঞ্চলে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও ওই সব প্রকল্পের ঘরে মানুষ থাকে না। এই সব বিষয় সামনে রেখেই নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ত্রাণ উপদেষ্টা ভোলা জেলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজিতে ফাতেমা খানম স্কুলের মাঠে সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন নির্মাণের স্থানও পরিদর্শন করেন। পরে তিনি ভোলার বোরহানউদ্দিনে কয়েকটি প্রকল্প স্থান পরিদর্শনে যান।
তিনি জানান, নতুন করে ৯০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। এর মধ্যে ভোলায় ১১টি হচ্ছে। সরকার অনেক টাকা খরচ করে এই সব আশ্রয়ণ কেন্দ্র করে থাকে। তা যদি মানুষের উপকারে না আসে, তবে কেন করা হবে, কেন অর্থ অপচয় করা হবে। এ সব বিষয় আগেই দেখার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন উপদেষ্টা ফারুক-ই আজম।
Leave a Reply