কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে গত ১৬ জুলাই এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে দায়েরকৃত মামলায় (গোপালগঞ্জ জি.আর-২৭৮/২৫) অজ্ঞাত আসামী হিসেবে কারাবন্দী (হাজতী আসামী) অসহায় ও হতদরিদ্র ভ্যানচালক আবু সাঈদ মোল্লা (২৩) কে জামিনে মুক্ত করতে অসুস্থ শিশু পুত্র (৯ মাস বয়সী) হুসাইনকে কোলে নিয়ে দাড়ে দাড়ে ঘুরছেন স্ত্রী সোনালী বেগম।
আবু সাঈদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর চরপাড়া গ্রামের মৃত বিশাই মোল্লার ছেলে।
স্ত্রী সোনালী বেগম আক্ষেপ করে গণমাধ্যমকে বলেন, আমার স্বামী অসহায় দিনমজুর আবু সাঈদ প্রকৃতপক্ষেই একজন ভ্যান চালক। গত ৫ আগস্ট গ্যারেজে ভ্যান ঠিক করার সময় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। সে কোন রাজনীতির সাথে জড়িত নয়। সারাদিন ভ্যান চালিয়ে যা আয়-রোজগার হয় তা দিয়ে বয়স্ক অন্ধ মায়ের চিকিৎসা সহ আমি ও আমার তিন শিশু সন্তানের ভরণ পোষণ চালাতো। সে জেলে থাকায় আমাদের সংসার যে কিভাবে চলছে তা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। আমার স্বামী আবু সাঈদ জেলে যাওয়ার পরে অর্থাভাবে আমার যমজ দুধের শিশু হাসান গত ৪ অক্টোবর বিনা চিকিৎসায় মারা যায়। পুজোর বন্ধ থাকায় এক সাংবাদিকের মাধ্যমে ডিসি স্যার ও এসপি স্যারের সহযোগিতায় সে দুই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাছানের দাফন কাফন ও জানাজায় অংশ নিয়ে
পুনরায় কারাগারে ফিরে যায়। বর্তমানে আমার যমজ অপর শিশু বাচ্চা হুসাইন, সেও খুব অসুস্থ। এদিকে পুলিশের দায়ের করা মামলায় আমার স্বামী অজ্ঞাত আসামী হিসেবে জেল হাজতে রয়েছে। আমার কাছে তেমন কোন টাকা-পয়সা নেই যে আমি হাইকোর্টে গিয়ে স্বামীকে জামিনে মুক্ত করে আনবো। গোপালগঞ্জে ম্যাজিস্ট্রেট কোর্ট, জর্জ কোর্ট সব জায়গা ঘুরেছি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ স্যারের আদালতে (ক্রিঃ মিস কেস নং- ১৩৭৫/২০২৫) ধার দেনা ও অনেক কষ্ট করে জমিনের জন্য আবেদন করেছিলাম। স্যারেরা আমার স্বামীকে জামিনে মুক্তি দিলো না। আমার স্বামীতো এজাহারভুক্ত আসামীও নন। সাক্ষ্য প্রমাণে সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে সরকার তাকে যে শাস্তি দেওয়ার দিবে। তাতে আমার কোন আপত্তি নেই। কিন্তু এখন যদি তাকে দ্রুত জামিনের ব্যবস্থা না করে সরকার তাহলে আমার নিষ্পাপ দুধের বাচ্চা হুসাইন এবং আমার অন্ধ শাশুড়িকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা ও মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি স্যার সহ রাষ্ট্রের নিকট আমার স্বামীকে দ্রুত জামিনে মুক্ত করতে অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে ভ্যান চালক (হাজতী আসামী) আবু সাঈদ মোল্লার আপন বড় ভাই রবিউল মোল্লা
তার নয় (০৯) মাস বয়সী ভাতিজা হাসান মোল্লার মৃত্যুর সংবাদে প্যারোলে দুই ঘন্টার জন্য মুক্তি দেওয়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ে প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি সরকারের নিকট দ্রুত তার ভাইকে জামিনে মুক্ত করে দিতে অনুরোধ জানান।
উল্লেখ্য, গোপালগঞ্জে গত ১৬ জুলাই এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (নিঃ) আহমেদ আলী বিশ্বাস (বিপি- ৮৬১৩১৫৬০৩৩) কর্তৃক দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত ৭৬ জন সহ অজ্ঞাত ৪৫০/ ৫০০ জনের বিরুদ্ধে (গোপালগঞ্জ সদর থানা মামলা নং-১৫/২৭৮, তারিখঃ ১৭/০৭/২০২৫ ইং – ধারা – ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী নিয়ন্ত্রণ আইন -এর ৬/৭/১০/১১/১২/১৩ তৎসহ পেনাল কোড ১৮৬/৩৩২/৩৩৩/ ৩৫৩/৪২৭/৪৩৬/৫০৬ ধারা মামলা রুজু হয়। উক্ত মামলায় পুলিশ আবু সাঈদকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
Leave a Reply