কামরুল হাসান, কোটালীপাড়া : সন্মনিত উদ্যেগ,প্রতিরোধ করি দুর্যোগ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগ এর আয়োজনে একটি বর্নাঢ্য রেলি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে এসে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সমাজসেবা অফিসার সাধন বল,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ জসীমউদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply