কুষ্টিয়া প্রতিনিধি : ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত কুমারখালী পৌরসভাটি পুরনো হলেও নাগরিকরা বিভিন্ন নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ পৌরসভার বাসিন্দারা।
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বেহাল দশার প্রধান কারণ হলো পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলবদ্ধতা এবং বেশিরভাগ সড়কের বেহাল দশা, এ ছাড়াও রাতে রাস্তার বিভিন্ন লেম্পোটে জলে না বাতি যা নাগরিক সুবিধা প্রাপ্তিতে ক্ষোভ সৃষ্টি করছে।এছাড়াও, যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে।
পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় পৌর এলাকার বাসা-বাড়িগুলোতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।পৌরসভার বেশিরভাগ সড়কই অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, যার ফলে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সড়কের খারাপ অবস্থার কারণে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটছে।
পৌরসভাটি পুরনো হলেও নাগরিকরা বিভিন্ন নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিকাইল ইসলাম জানাকুমারখালী পৌরসভার সার্বিক উন্নয়নে বিশেষ করে। ড্রেনেজ ব্যবস্থা সহ অন্যান্য বিষয়গুলোতে প্রয়োজনীয় পরিকল্পনা এবং পদক্ষেপ গ্রহণ করেছি। খুব অল্প সময়ের মধ্যে যথাযথ যে উপকার সেটা পাবে। এবং আমরা পৌর বাসীদের কে নিয়ে সম্মিলিতভাবে যেই সমস্যাগুলো আছে। সেইটা আমরা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।
Leave a Reply