আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : ১১ অক্টোবর র্যাব-৬, খুলনা, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর যৌথ অভিযানে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানাধীন আসাদ মার্কেট এলাকা থেকে হত্যা মামলার এজাহারনামীয় ০৫ নং পলাতক আসামিকে (৭ দিনের অধিক সময় ধরে পলাতক) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি: সোহান শেখ (১৯) উদ্ধারকৃত মালামাল
তথ্যসূত্র: গাছা থানা, গাজীপুর জেলা মামলা নং–১৭, তারিখ–২১/০৯/২০২৫ ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩০৭/ ৩০২/৩৭৯/১১৪/৫০৬/৩৪ দণ্ডবিধি ১৮৬০।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ আবু বক্কর সিদ্দিক এর ভাই মৃত মোঃ হালিম মন্ডল (৩৫) একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। আসামিদের সাথে পূর্ব শত্রুতার জেরে গত ২০/০৯/২০২৫ ইং তারিখে আনুমানিক সকাল ১০টা ৪৫ মিনিটে গাজীপুর জেলার গাছা থানাধীন শরীফপুর এলাকার বালুর মাঠ বারকু মন্ডল জামে মসজিদ সংলগ্ন বাদীর দোকানের পূর্ব পাশে জনৈক পিয়াস এর দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর অবস্থানকালে মামলার সকল আসামি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমের উপর এলোপাথারি হামলা চালায়।
ঘটনাটি দেখে ভিকটিমের ভাগিনা, চাচি ও চাচাতো ভাইসহ আরও অনেকে বাধা দিতে গেলে আসামিরা তাদের উপরও ছুরি দিয়ে আঘাত করে।
পরে আশেপাশের লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে ভিকটিম মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সহযোগিতা: র্যাব-৬, সদর কোম্পানি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা: অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হক, সহকারী পুলিশ সুপার নমোঃ নুরুল হুদা
(র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট।
Leave a Reply