পরিমল বিশ্বাস : সোনারগাঁ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে তারেক রহমানের ভাবনায় আগামীর তারুণ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় সোনারগাঁ সরকার কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত, উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মনিরুল ইসলাম, সরকারী সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন মল্লিক,সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো.আল আমিন, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো.নুরুজ্জামান,জামপুর ইউনিয়ন যুবদল নেতা মো. সেলিম আহমেদ, শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জিসান আহমেদ রনি, সজিব হাসান, সালমান হোসেন, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন হাসান স্বাধীন, এসএম শিহাব মিয়া, কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলিফ হোসেন। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারপত্র বিলি করা হয়।
এর আগে সকালে আল মুজাহিদ মল্লিক পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় এক উঠান বৈঠকে যোগ দেন। ওই সভায় সোনারগাঁ উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার সভাপতিত্ব করেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে সুসংগঠিত ও বিএনপি সরকার গঠন হবে আগামী বাংলাদেশ কেমন হবে সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তারেক রহমান। এবং সোনারগাঁ কে চাঁদাবাজ মুক্ত করতে কাজ করে যাব আগামী জাতীয় নির্বাচন হবে একটি নিরপেক্ষ ও গ্রহণযােগ্যতা যেখানে সাধারণ ভোটাররা তারা নিবিঘ্নে যার যার পছন্দ মত ভোট দিতে পারবে। আমি নারায়ণগঞ্জ ৩ আসন থেকে একজন মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে কবুল করেন তাহলে সোনারগাঁ শিক্ষা স্বাস্থ্য ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করে যাব এবং বিএনপিকে ক্ষমতায় আনতে হলে ছাত্রদলের বিকল্প কোনো নেই তারা যেভাবে সুসংগঠিত হয়ে কাজ করবে। ছাত্রদল বিএনপিকে আরো এগিয়ে নিবে তাই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিভিন্ন এলাকায় গিয়ে তার দেওয়া বার্তাগুলো পৌঁছে দিতে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Leave a Reply