কুষ্টিয়া প্রতিনিধি : জামায়াত সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে সুন্দর দেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম খন্দকার আলী মুহসিন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাকক্ষে কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যার গায়ে যে ট্যাগই লাগানো থাকুক না কেন, আমরা সকল বাংলাদেশিকে সঙ্গে নিয়ে পৃথিবীর বুকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
এ সময় তিনি বলেন, ‘৭১ সালের পর গত ৫৪ বছরে জামায়াত দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করেনি, বরং সবসময় দেশের পক্ষে কাজ করেছে। এখন সময় এসেছে জনগণকে সঙ্গে নিয়ে একটি আদর্শ বাংলাদেশ গড়ে তোলার।’
কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর, ইসলামি চিন্তাবিদ ও কুষ্টিয়া সদর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদার, কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, দৌলতপুর উপজেলা আমীর ও কুষ্টিয়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবজাল হোসেন কেন্দ্রীয় সূরা সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। জেলা জামায়াতের প্রচার-মিডিয়া বিভাগের সম্পাদক ও কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের পরিচালনায় এ সময়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন খন্দকার সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ, স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply