সোনারগাঁও প্রতিনিধি : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে বশিরগাঁও স্কুল মাঠে জামপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সোনারগাঁ উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও জামপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শাহ আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
সঞ্চালনায় ছিলেন জামপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম আজাদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হেদায়েতুল্লাহ, যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন, আহবায়ক সদস্য ফারুক, আহবায়ক সদস্য মাছুম, সদস্য সোহেল, জামপুর ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি তৈয়ব, সহ সভাপতি নুর মোহাম্মদ, সহ অন্যান গণ্যমান ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময় ক্ষমতায় ছিলেন এই অল্প সময়ের মধ্যে তিনি অনেক জনপ্রিয় নেতা হয়ে উঠেন এবং সততার সাথে রাজনীতি করে গেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্ষিত পানির বজ্যের কারনে নদী নালা খাল বিল ভরে যাচ্ছে যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ও মিঠা পানির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই কৃষক বাচলে দেশ বাচলে দেশ বাচবে কৃষকদের প্রতি আমাদের সুদৃষ্টি রাখতে হবে তারা তাদের ন্যায অধিকার গুলো পায়। কিন্তু বর্তমানে কৃষকরা ধানের চাষ করে তেমন দাম পাচ্ছে না প্রতিবছর তাদের ফসলের লোকসান হচ্ছে ভালো সার কীটনাশকের জন্য ফসল তেমন ভালো হচ্ছে না তাই কৃষকরা যাতে ভালো করে ফসলের সঠিক মুলটা পায়। দুর্ষিত পানির কারনে এখন আর খাল বিলে দেশী মাছ পাওয়া যায় না তাই পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা আজ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি ও তার দেওয়া বার্তাগুলো সকলের মাঝে পৌঁছে দিতে হবে ও তারেক রহমানের নেতৃত্ব আগামী বাংলাদেশ দেশ হবে আধুনিক ও সুন্দর আমি সকলের নিকট দোয়া কামনা করি ও নারায়ণগঞ্জ ৩ আসন থেকে একজন মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে কবুল করেন তাহলে সবকিছু নিয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব।
Leave a Reply