1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে বিদ্যুৎ অফিসের দায়িত্ব অবহেলায় ২ শিশু সহ একই পরিবারের তিনজন নিহত - Bangladesh Khabor
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি বর্তমান সরকারের শাসনকালে ভালো আছে: নানক কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা জয়পুরহাটের ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন : ভাতিজার কাছে চাচার পরাজয়  আ.লীগের নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা শুক্রবার জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী সব সময় জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই : চেয়ারম্যান প্রার্থী বাবু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাকেরগঞ্জে বিদ্যুৎ অফিসের দায়িত্ব অবহেলায় ২ শিশু সহ একই পরিবারের তিনজন নিহত

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৬০ জন পঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঢালমারা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলে, মেয়ে সহ মা নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল শনিবার বেলা আনুমানিক ১২: টা ৩০ মিঃ সময় রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া বেগম (৩০) মেয়ে রেজভী আক্তার (৯) ছেলে সালমান (৫) বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হন।
পার্শ্ববর্তী বাড়ির ফরিদা বেগম জানান, রিয়াজ মোল্লার বাগানের ভিতর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন পার্শ্ববর্তী বাড়িতে নেয়া হয়েছে সেইতার দুইদিন পূর্বে ছিড়ে বিভিন্ন গাছ সহ  মাটিতে পরে ছিল। দুপুর ১২:৩০ টার দিকে রিয়াজ মোল্লার (৫) বছরের ছেলে সালমান গাছ থেকে লেবু পারতে গেলে প্রথমে বিদ্যুৎপৃষ্ট হয়, সালমানের চিৎকারে  তার মা সোনিয়া বেগম সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ট হয়। মা ও ভাইকে খুঁজতে গিয়ে (৯) বছরের রেজভী আক্তার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পার্শ্ববর্তী বাড়ির প্রত্যক্ষদর্শী আমেনা বেগম জানান বিদ্যুতের তারে আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে এসে পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করেন। বিদ্যুৎ বন্ধ হওয়ার পরে তাদের নিথর মরদেহ  উদ্ধার করা হয়। রিয়াজ মোল্লার সংসারে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
স্থানীয়দের দাবি বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্ব অবহেলায় এ ভাবেই একেরপর এক দুর্ঘটনা ঘটছে। বাকেরগঞ্জ উপজেলায় এর আগেও বিদ্যুৎপৃষ্ট হয়ে অনেক মানুষ মারা গেছে কিন্তু বাকেরগঞ্জ বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা এ বিষয়ে কোন ব্যবস্থা বা সতর্কতা অবলম্বন করেন না। কোন সুবিধা অসুবিধায় তাদের কাছে অভিযোগ দিলেও অভিযোগের বিষয়ে তারা কোন ব্যবস্থা নেন না। এবিষয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ ১ বাকেরগঞ্জের জোনাল অফিসের ম্যানেজার (ডিজিএম) গোবিন্দচন্দ্র জানান খবর পেয়ে তারা ঘটনাস্থলে  গিয়েছিলেন এ ঘটনায় ঢাকা থেকে তাদের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং বরিশালে তাদের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে তদন্ত টিমের রিপোর্ট পেয়ে প্রকৃত ঘটনা উন্মোচন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, ঘটনা শুনে সাথে সাথে ফোর্স নিয়ে  ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। তবে নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION