গোপালগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি একটি গণমাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনকে নিয়ে ”গোপালগঞ্জ জেলার সদর থানা বিএনপির বর্তমান সভাপতি সিকদার শহিদুর ইসলাম লেলিন এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
যে সংবাদে দাবি করা হয় সদর উপজেলা বিএনপির সভাপতি লেলিন সিকদার নিজেকে ত্যাগী নেতা পরিচয় দিয়ে আওয়ামীর দোষরদের ইন্ধন দিয়ে গোপালগঞ্জে বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে বাধাগ্রস্ত করছে।
তবে এ খবরকে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনোদিত দাবি করেছেন গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন।
স্থানীয় সূত্রে মতে, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন নব্বই দশক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের মাধ্যমে রাজনীতি শুরু করে। পরবর্তীতে গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি, সাধারণ ও বর্তমান সদর উপজেলা বিএনপির সভাপতির পদে রয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগী-বৈঠা তান্ডবের স্বীকার হয়ে পরিবারের প্রায় সকল সদস্যই হামলা-মামলার স্বীকার হয়ে কারাবরণ করেছেন। গত ১৬ বছর আওয়ামী সরকারের নির্যাতন-নিপিড়নে বেশির ভাগ সময়ই জেলে কাটিয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান জানান, লেলিন ভাই বিএনপির দূর্দিনের সৎ ও নিষ্টাবান নেতা। তিনি দলের প্রয়োজনে বার বার কারাবরণ করেছেন। দলের দূর্দিনে শক্ত হাতে সংগ্রাম করে গত ১৬ বছর গোপালগঞ্জে বিএনপির অস্তিত্ব সঙ্কট থেকে রক্ষা করেছে। প্রতিটা কর্মীর বিপদে-আপদে সবার আগে এগিয়ে এসেছে। বর্তমান কিছু হাইব্রিড দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে যা লেলিন ভাই প্রতিহত করায় আজ তার নামে মিথ্যা, বানোয়াট প্রোপাগান্ডা ছড়িয়ে নাম সর্বস্ব পত্রিকায় প্রকাশ করে রাষ্ট্র নায়ক তারেক রহমানের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
অভিযোগের বিষয় অস্বীকার করে বিএনপি নেতা লেলিন বলেন, আমি ৯০ দশক থেকে স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সক্রিয় রাজনীতি শুরু করি। আমি ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন স্তরে বিএনপির দায়িত্ব পালন করে বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি।
লেলিন জানান, দলের দায়িত্ব পালন করার কারনে বিগত আওয়ামীলীগ আমলে রাজনৈতিক কারণে গোপালগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানায় তার নামে বঙ্গবন্ধুকে কটুক্তির মামলাসহ ১৫/২০টি মামলা হয়েছে এবং এসব মামলার কারনে কারাবরণ করেছি।
তিনি বলেন, রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা করে আমাকে জড়িয়ে যেসব অভিযোগ করা হচ্ছে এগুলি মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত গল্পকাহিনি। একটি গণমাধ্যমে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২ হাফিজুর রহমান লিকুর পাশে আমার একটি ছবিকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে। মূলত ছবিটি আমার চাচা মরহুম রাজু শিকদারের জানাজার নামাজের সময়কার ছবি। যার সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই।
চাঁদাবাজ ও হাইব্রিডরা আমার জন্য বর্তমানে সুবিধার রাজনীতি করতে পারছে না বলে উল্লেখ করে বিএনপি সভাপতি লেলিন বলেন, গত ৫ই আগষ্ট স্বৈরাচার হাসিনা পতনের পর থেকে কিছু দলীয় চাঁদাবাজ গোপালগঞ্জের বিভিন্ন সরকারি অফিস ও ঠিকাদার প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও টেন্ডারবাজী করার চেষ্টা করছে এবং মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে। যা আমি বাঁধা দেওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার এই অবস্থানের কারনে কিছু লোক আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ও সামাজিক মাধ্যমে ভিডিও ছড়াচ্ছে।
এসব ঘটনার সাথে তার কোন ধরণের সম্পৃক্ততা নেই দাবী করে তিনি বলেন, এখানে আমার কোন সম্পৃক্ততা নেই। দিন শেষে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্টনায়ক তারেক রহমানের নির্দেশনায় চাঁদাবাজ মুক্ত করার জন্য আমি সবসময় কাজ করব এবং আমার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।
Leave a Reply