1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীর ৭১ বছরের বৃদ্ধ আবেদ আলীর প্রতিদিন উঠতে হয় ত্রিশটি নারকেল গাছে - Bangladesh Khabor
শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন জিয়া বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন: কাদের গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত অভয়নগরে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারুকে সংবর্ধনা অর্থনৈতিক চাপের মধ্যেও বাজেট বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না’ জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো-২০০০) ২০২৪ এর শুভ উদ্বোধন বাউফলের ধুলিয়া উচ্চ বিদ্যালয় অধ্যক্ষর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ লিচুতে অনেক উপকার, তবে যে কারণে ক্ষতির ঝুকি উপজেলা পরিষদ নির্বাচন: ৪ ভাগে বিভক্ত দুমকী উপজেলা আ’লীগ

গৌরনদীর ৭১ বছরের বৃদ্ধ আবেদ আলীর প্রতিদিন উঠতে হয় ত্রিশটি নারকেল গাছে

  • Update Time : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৫৯ জন পঠিত

গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব, 

বয়স তার ৭১ বছর। বয়স হিসেবে লাঠি কিংবা নাতি নাতনির সহায়তায় চলাফেরা করার কথা। আর সে বয়সে প্রতিদিন উঠতে হয় গড়ে ৩০টি নারকেল গাছে (ডাব ) নারকেল সংগ্রহ করার জন্য। হাটতেও হয় ৮ থেকে ১০ কিলোমিটার। নিভৃত জীবনের এক মাত্র সঙ্গী স্ত্রী শরুফা বেগম আর তিন চাকার অচল একটি ভ্যান। সম্পদহীন এক সুখী দম্পতি তারা। ৪৫ বছরের কঠিন কোমলে ঘেরা দাম্পত্ত জীবন তাদের। তিন চাকার অচল ভ্যানে হাড়হিম করা পরিশ্রম করে ডাব সংগ্রহ করে বিক্রির জন্য যখন বাজারে ছুটেন, স্ত্রী তখন পিছন থেকে ভ্যানটি ঠেলে ঠেলে চলেন। সে এক দৃশ্যমান ভাবাবেগ।শুধু কি তারাই ভাবেন,না ভাবান্তর ঘটান পথচারিদেরও। সম্পদহীন সুখী দম্পতি অসম এ কাজের ব্যক্তির পুরো নাম আবেদ আলী সরদার। বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম নামক গ্রামে বাড়ি । ২৩ জুলাই সোমবার সকালে উপজেলার দক্ষিন পালরদী গ্রামে বসে কথা হয় এ দম্পতির সাথে। করোনা মহা-মারিতেও থেমে নেই তাদের জীবন। সাত সদস্যর পরিবার। রোজগার করার মত এক ছেলে আছে। কিন্তু ছেলের একার উপর সংসারের ভরনপোষনের দায়িত্ব চাপাতে চাননি আবেদ আলী। এক মাত্র দিনমজুর ছেলেকে সহযোগিতা করতেই পুরোনো পেশা ধরে রেখেছেন। সহযোগী হিসেবে আছেন স্ত্রী শরুফা বেগম।

যে ভাবে শুরুঃ সাজ সকালে স্ত্রী শরুফা বেগম আর তিন চাকার অচল একটি ভ্যানটি নিয়ে ছুটেন গ্রামের পর গ্রাম। (অচল ভ্যানের অর্থ ভ্যানটি কোনমতে ঠেলে চালান যায় প্যাডেল চেপে চালান যায় না)। তাদের ৩০ বছরের দিনলিপিতে প্রতিদিন হাটতে হয় ৮ থেকে ১০ কিলোমিটার । (ডাব) নারকেল পারার জন্য প্রতিদিন গড়ে ৩০ টি আলিসান নারকেল গাছে উঠেন বৃদ্ধ আবেদ আলী। এ গ্রাম সে গ্রাম ঘুরে ৫০ থেকে ৬০টি ডাব নারকেল কিনে এনে বিভিন্ন বাজার কিংবা বাসস্টান্ডে বিক্রি করেন। কোনদিন সন্ধ্যা কোনদিন রাতে বাড়ি ফেরেন। প্রতিদিন ৫ থেকে ৬শ টাকা আয় করে ফিরেন আপন নিড়ে । ৩০ বছরে কোনদিন কোন দুর্ঘটনায় পড়েননি। যতদিন বেঁেচ থাকবেন শরীরে শক্তি থাকলে নারকেল গাছের সাথেই থাকবে তার জীবন জীবিকার সংসার।

 

যে ভাবে আসলেন হাড়হিম করা পেশায়ঃ বৃদ্ধ আবেদ আলী সরদার এক সময় ইটভাটায় কাজ করতেন। একদিন কাজের ত্রুটি হয়ে কিছু কাঁচা ইট নষ্ট হয়ে যায়। এতে তাদের কাজের সরদার ক্ষিপ্ত হয়ে আবেদ আলীর মা বাবাকে তুলে অকথ্য ভাসায় গালী গালাজ করে। যে কারনে রাগ করে সে কাজ ছেড়ে চলে আসেন বাড়িতে। কিন্ত বাড়িতে এসে প্রথমে কোন কাজ না পেয়ে চড়ম অভাবের তারনায় প্রথমে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নারকেল পেরে দিয়ে এবং নারকেল গাছ পরিস্কার করে কিছু আয় করতে থাকেন সেই থেকেই এই হাড়হিম করা পেশায় জড়িয়েছেন। অভাবের সংসারেও তারা সুখি গ্রামীন জনপদের খেটে খাওয়া অগনিত মানুষের মধ্যে একটি ব্যাতিক্রম উদাহরন এই দম্পতি। সকালে পান্তাভাত কাঁচা পিয়াচ আর কাচা মরিচ পেট পুরে খেয়ে বেড়িয়ে পরেন। দুপুরে চিনি ছাড়া রং চা আর রুটি কলা, রাতে মোটা চালের ভাত তাদের প্রধান খাদ্য। এই হাড়ভাংগা পরিশ্রম করেও তাদের চেহারায় নেই কোন ক্লান্তির ছাপ।

 

সম্পদহীন সুখী এক পরিবার তারা। তবে তার জীবনে একটি আশা আছে আজমীর শরিফ হযরত খাজা মঈন উদ্দিন চিশতি (রঃ) এর মাজারে সস্ত্রীক যাওয়ার খুব বাসনা আছে যদি বেঁচে থাকেন। এ জন্য কিছু টাকাও আস্তে আস্তে সংগ্রহ করতেছেন। স্ত্রী শরুফা বেগমের কথা ৪৬ বছরের বৈবাহিক জীবনে তারা সম্পদহীন হলেও সুখী পরিবার। স্বামীর অভাবী সংসারে সেও এক লড়াকু সৈনিক। সুখ তারা খোজেন না বিধাতার বিধানেই সন্তষ্ট তারা। স্বামীর সাথেই সহযোগী হিসেবে আছেন সার্বক্ষনিক। স্বামী আর সংসার মিলিয়েই তার সুখ। তবে তার স¦প্ন নাতী আর নাতনীদের সুশিক্ষায় শিক্ষিত করা। তারা তাদের দুর্দশার কথা কাউকে বলতে চান না। দু বছর আগে তার স্বামী স্থানীয় এক ইউপি সদস্যর মাধ্যমে একটি বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন। কী হবে জানি না।

 

আবেদ আলী বয়স্ক হলেও অতি রশিক মানুষ তিনি। প্রচন্ড মনোবল নিয়ে বলেন আপনাদের চেয়েও আমার শরিরে শক্তি অনেক বেশী। তিনি কোন ওষধ খান না। মাঝে মাঝে শরীর ব্যাথা করলে লতাপাতা ছেঁচে রস খান। গৌরনদী উপজেলার প্রতিটি গ্রামের পথ-ঘাট, অলি-গলি সব তার চেনা জানা। এমনকি অনেক বাড়ির গ্রাম্য গৃহবধুরাও এই দম্পতিকে চিনেন। যতদিন বিধাতা বাচিয়ে রাখেন ততদিন কারো মুখাপেক্ষি না হওয়ারই বাসনা তাদের। যদিও বয়স অনুযায়ী হাড়হিম করা কাজ করছেন জীবন জীবিকার তাগিদে। এ এক অসম প্রতিভা এক ব্যাতিক্রম বাস্তবতা। প্রচলিত সমাজ ব্যবস্থায় আবেদ আলী দম্পতি প্রমান করেন সম্পদ ছাড়াও সুখে থাকা যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION