গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘূর্ণীঝড় বুলবুল মোকাবেলায় বঙ্গবন্ধু চেতনা যুব সৈনিক সংঘের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বেলা ১১টায় উপজেলার বাগান উত্তরপাড় সংগঠনটির নিজ কার্যালয়ে উক্ত সভার আয়োজন করেন সংগঠনের নেতাকর্মীরা।
উক্ত অনুষ্ঠানের সভাপ্রধান ছিলেন- বঙ্গবন্ধু চেতনা যুব সৈনিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন- উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী মন্টু কলেজের প্রভাষক- গুলশান আরা রানী, বিশেষ অতিথি ছিলেন- সাবেক ভিপি কামরুল শাহ্। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সভাপতি প্রবীর ভাবুক, যুগ্ম সাধারন সম্পাদক কোরবান আলী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকি। সভাপ্রধান তার বক্তব্যে বলেন- ঘূর্ণীঝড় বুলবুল প্রবল বেগে উপকূলের দিকে এগিয়ে আসায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকায়, বঙ্গবন্ধু চেতনা যুব সৈনিক সংঘ ৫০জন স্বেচ্ছাসেবি ও প্রাথমিক চিকিৎসার একটি মেডিকেল টিম নিয়ে শুকনো খাবার, বস্ত্র ও ঔষধ সহ মানবতার সেবায় প্রস্তুত রাখা হয়েছে। আরোও উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক-১ এফএম জাকারিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোজ বিশ্বাস, বিশ্ব মানকল্যান প্রচেষ্টার নির্বাহী পরিচালক কৈশল্যা বাকচী, সাংবাদিক সহ সংগঠনের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন- সাধারন সম্পাদক এসএম মনিরুজ্জামান(মনির)।