আন্তর্জাতিক ডেস্ক :
শ্রীলংকায় ৩টি গির্জা ও ৪টি হোটেলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০
জনে। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তার দেওয়া
তথ্যের বরাত দিয়ে সোমবার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়েছে।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা
জানান, রোববারের আট দফা বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া
প্রায় পাঁচশ' মানুষ আহত হয়েছে।