গোপালগঞ্জ প্রতিনিধি : পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্যরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস এম মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: সুভ্রদেব হেরা (এমসিএইচএফপি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার বিধান চৌধুরী, অনিমেষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
|