ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে ঘটনাস্থলে ছয় বাসযাত্রী নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নূর আলম দুলাল জানান, ঢাকা থেকে বরিশালগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ওই স্থানে সেতুর রেলিং ভেঙে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ছয় বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত এবং ১০ জন আহত হয়। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দেও সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করছে।