নিজস্ব প্রতিবেদক,
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে আজ ১৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় covid-19 এর করোনা ভ্যাকসিনের টিকা নিলেন বাংলাদেশ খবরের প্রকাশক মোল্লা মহিউদ্দিন।
তিনি বলেন – আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই, তার জনগনের জন্য কোভিড- ১৯ এর ভ্যাকসিন উন্মুক্ত করে দিয়েছে ও জনগণ টীকা নেওয়ার জন্য কেন্দ্রে ভীড় করছে। তিনি এই টিকা নিয়ে কোন পার্শ্বপ্রতিক্রিয়া পাননি, আগের মতই স্বাভাবিক আছে। তাই এই ভ্যাকসিন সকলকে নেয়ার আহবান জানান মোল্যা মহিউদ্দিন । তিনি আরো বলেন – এখনো যারা টীকা নিতে বাকী আছে, তাদের অতি তাড়াতাড়ি টীকা নেওয়ার আহবান জানান। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, দেশ ও দেশের মানুষ কে ভালো রাখুন।
Leave a Reply