বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,
বগুড়ায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট জেলার কুরুল এলাকার আবুল হোসেনের ছেলে আজিবর রহমান(৪২) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সোহরাব হাওলাদারের ছেলে ছগির হাওলাদার(২৭)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-১২ বগুড়ার একটি দল শহরের মাটিডালী মোড় এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার(সিনিয়র সহকারী পুলিশ সুপার) স্বজল কুমার সরকার জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিডালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আজিবর এবং ছগিরকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি সীমসহ দুইটি মোবাইল এবং নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply